স্মৃতির পাতায় হাঁটা: ‘নস্টালজিয়ায় বাংলা’ গড়ছে প্রজন্মের সেতুবন্ধন

বাকৃবি প্রতিনিধি: 

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নস্টালজিয়ায় বাংলা’। অনুষ্ঠানটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন টিম উৎসব। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।

শুক্রবার ( ৮ আগস্ট) বিকাল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানটি শুরু হয়। 

অনুষ্ঠানে রাখা হয় মেলার আয়োজন, যেখানে বাংলাদেশ ও দেশের বাইরের বিভিন্ন ধরনের খাবারের স্টল, গহনা, হস্তশিল্প ও ঘর সাজানোর নান্দনিক উপকরণ এবং হাতে মেহেদি সাজানোর কর্নার ছিল। 

অনুষ্ঠানে আরও পুরনো দিনের সিনেমার গান, নাচ, আবৃত্তি, বিশেষ ম্যাগাজিন শোসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।  এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘র‍্যাফেল ড্র’। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ‘র‍্যাফেল ড্র’-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সেগমেন্টে সেরা উপস্থাপনা কারীদের পুরস্কার প্রদান করা হয়। 

এ বিষয়ে টিম উৎসবের উদ্যোক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে শৈশবের অনেক সরল বিনোদন ও ঐতিহ্য আজ অনেকটাই বিলুপ্তির পথে। টিম উৎসবের এই আয়োজন সেই শূন্যতা পূরণে একটি নতুন পথ তৈরি করেছে। তারা চায় সবাই ফিরে যাক সেই দিনে, যখন সাদা পর্দায় সিনেমা দেখার জন্য জমা হতো ভীড়, চিঠি লেখা ছিল আবেগের প্রধান মাধ্যম, বিকেলের সময় কাটত লাটিম আর কানামাছির সঙ্গে, আর প্রিয় গানের সুরে ভরে যেত রেডিও ও ক্যাসেট প্লেয়ার।

তারা আরও বলেন, “আমাদের এই ‘নস্টালজিয়ায় বাংলা’ মূলত প্রজন্ম থেকে প্রজন্মের সেতুবন্ধন গড়ে তোলা, যাতে শিকড় ভুলে না যায়। আমরা চাই স্মৃতির সোনালী দিনগুলোকে নতুনভাবে উপস্থাপন করে সবাইকে ঐতিহ্যের কাছে আরো কাছে নিয়ে আসতে।”

অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, “এই আয়োজনের মাধ্যমে শুধুমাত্র পুরোনো দিনের রোমন্থন নয়, নতুন প্রজন্মকে ঐতিহ্যের গর্বের সাথেও পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও সম্মান গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ হিসেবে টিম উৎসবের এই অনুষ্ঠান প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *