কুড়িগ্রাম প্রতিনিধি:
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কুড়িগ্রাম অফিসের কর্মকর্তা জনাব মোফাজ্জল হোসেন বসুনিয়ার দ্বিতীয় কন্যা, মালিহা মুবাশশিরা, পঞ্চম শ্রেণিতে পড়াশোনারত অবস্থায় ‘কিন্ডার গার্টেন সোসাইটি বৃত্তি’ অর্জন করেছে।
তার এ অসাধারণ সাফল্যের জন্য মঙ্গলবার (২৯ জুলাই) তাকে তার শিক্ষাপ্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুড়িগ্রাম থেকে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
সনদ ও সম্মানী প্রদান করেন সম্মানিত পরিচালক/ অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স মহোদয়, যিনি উপস্থিত সকলের সামনে মালিহার কৃতিত্বের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের পক্ষ থেকে মালিহাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মালিহার এই অর্জন তার পরিবারসহ পুরো কুড়িগ্রামবাসীর জন্য গর্বের।
একজন আদর্শ ও সফল পিতার গর্বিত পরিচয় হয়ে উঠেছেন জনাব মোফাজ্জল হোসেন বসুনিয়া। তার তিন কন্যাই আজ শিক্ষাক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও নিষ্ঠার ছাপ রেখে চলেছেন।
মেধা, পরিশ্রম ও পারিবারিক অনুপ্রেরণার মেলবন্ধনে তার কন্যারা একের পর এক সাফল্যের ইতিহাস তৈরি করছে। স্কুলে তাদের ফলাফল যেমন প্রশংসনীয়, তেমনি পাঠ্যবহির্ভূত কাজেও তারা রাখছে দক্ষতার ছাপ।
জনাব মোফাজ্জল হোসেন বসুনিয়া শুধু একজন দায়িত্বশীল বেসরকারি কর্মকর্তা নন, একইসাথে তিনি একজন দায়িত্ববান পিতা, যিনি কন্যাদের সুশিক্ষা ও নৈতিকতা শেখাতে সর্বদা আন্তরিক থেকেছেন।
সকলের কাছে দোয়ার আবেদন, যেন তার মেয়েরা ভবিষ্যতেও এভাবে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে এবং দেশের গর্ব হয়ে উঠতে পারে।