রংপুর প্রতিনিধি:
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড-এর অ্যানিমেল হেলথ ডিভিশনের আয়োজনে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটি রংপুর শহরের কাসপিয়া রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে রংপুর বিভাগের বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ জনেরও বেশি ভেটেরিনারি ডাক্তার অংশগ্রহণ করেন।
সেমিনারে অপসনিন ফার্মার অ্যানিমেল হেলথ ডিভিশনের অভিজ্ঞ এক্সপার্টবৃন্দ গবাদিপশু ও পাখির নানা রোগবালাই এবং চিকিৎসায় ব্যবহৃত আধুনিক ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারী ডাক্তারদের নানা টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন।
ভেটেরিনারি ডাক্তারগণ অপসনিন ফার্মার প্রোডাক্টগুলোর কার্যকারিতা ও গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও সাইন্টিফিক সেমিনার আয়োজনের দাবি জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খামারিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে।
অনুষ্ঠানে রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকল ডাক্তারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।