১৫ বছরের সংসার ত্যাগ করে সাবেক প্রেমিকের সাথে পালানোর চেষ্টা, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, মো. খোকন মিয়া:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে একটি চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১১ জুলাই) বিকেলে দক্ষিণ দুরাকুটি এলাকায় এক নারী তার স্বামী ও সন্তানদের রেখে পুরনো প্রেমের টানে ঘর ছাড়েন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী, ৩২ বছর বয়সী, দীর্ঘ ১৫ বছরের বৈবাহিক জীবনের মধ্যে দুই সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পূর্বে তার একটি সম্পর্ক ছিল, যা সম্প্রতি পুনরায় সক্রিয় হয়। এই সূত্র ধরেই তিনি তার এক সন্তানসহ ঘর ছেড়ে চলে যান।

পরে শনিবার সকালে সৈয়দপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় উক্ত নারী ও তার পূর্বপরিচিত পুরুষ বন্ধুকে উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর আমরা পুলিশ পাঠাই। তবে পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সমাজের সচেতন মহল পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *