ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে চালানো সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় জব্বার মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।

এসময় বক্তারা বলেন, “আজ যে আমেরিকা সারাবিশ্বে গণতন্ত্র ও শান্তি স্থাপনের ছবক দেয়, তারাই দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে বেড়াচ্ছে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইজরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অর্ধ লক্ষাধিক নারী, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছে”।

উপস্থিত বক্তারা আরও বলেন, “পুঁজিবাদের সর্বশেষ ক্ষয়িষ্ণু রূপ হলো মানবতাবিরোধী এই সাম্রাজ্যবাদ। আজ তাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এর আগেও যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবাননে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ওই দেশের খনিজ সম্পদ কুক্ষিগত করার ইতিহাস আমরা জানি। তাই আজ বিশ্ব মানবতাকে মুক্তি দিতে হলে এই মানবতাবিধ্বংসী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। একই সাথে আমাদের দেশ ও জনগণকে দেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সচেতন সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *