বাকৃবিতে শিক্ষকদের ‘ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ  কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৫ জন শিক্ষক  অংশগ্রহণ করছেন।

সোমবার (২৬মে) সকাল ১০ টায় গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর কম্পিউটার ল্যাবে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেলের উদ্যোগে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার অর্থায়নে এ কর্মশালাটি আয়োজিত হয়। 

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড মো আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড শাহেদ রেজার সঞ্চালনায় কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো শহীদুল হক ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড মো মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস প্রণয় কুমার পাল।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে অধ্যাপক ড এ কে ফজলুল হক  ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী  শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব-ব্যবস্থাপনায় প্রশিক্ষণের কোনো শেষ নেই।আসলে বাস্তবতার নিরিখে এখনকার সময়ে আমরা যদি প্রতিটি নতুন বিষয়ে ওয়াকিবহাল না হই কিংবা দক্ষতা অর্জন না করি তাহলে যুগের সাথে তাল মেলাতে না পেরে আমরা পিছিয়ে যাব।

এছাড়াও তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রশিক্ষণার্থীদেরকে মনোযোগের সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে পরামর্শ দেন এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তাদের পেশাগত জীবনে বাস্তবায়নে গুরুত্বারোপ করেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *