বাকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি শুরু ২৬ মে

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী এই কার্যক্রম ২৮ মে শেষ হবে।

সোমবার (১৯ মে) বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ মে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবনের সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিস, এবং টিএসসি কনফারেন্স হল ) শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আ‌গে সশরীরে বাকৃবিতে উপস্থিত হবার পূর্বে ১৯ মে থে‌কে ভ‌র্তির পূর্ব সময় পর্যন্ত চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে প্রবেশ করে পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, পে-স্লিপ তৈরি হবে । যা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন সং‌শ্লিষ্ট ব্যক্তিব‌র্গের স্বাক্ষরসহ জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নগদ আর কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদত্ত টাকার মধ্য থেকে নির্ধারিত ভর্তি ফি কেটে নিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *