রসুন ও ভিনেগার দিয়ে তৈরি স্প্রে ব্যবহার করে ১ ঘণ্টার মধ্যেই মাছি ও তেলাপোকা দূর করা যায়।
প্রস্তুত প্রণালি:
৫-৬টি রসুন কুচি করে ১ কাপ ভিনেগারে মিশিয়ে ১৫-২০ মিনিট রাখুন।
১ কাপ পানি ও কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল (যদি চান) মেশান।
মিশ্রণটি ছেঁকে স্প্রে বোতলে নিন।
ব্যবহার:
জানালা, দরজা, রান্নাঘর, বাথরুম ও তেলাপোকার আড়ালস্থলে স্প্রে করুন।
কেন কাজ করে?
রসুন: গন্ধের কারণে পোকামাকড় দূরে থাকে।
ভিনেগার: পোকাদের যোগাযোগে বিঘ্ন ঘটায়।
এসেনশিয়াল অয়েল: অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা যোগ করে।
এটি সম্পূর্ণ প্রাকৃতিক, নিরাপদ ও কার্যকরী পদ্ধতি।