বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

বাকৃবি প্রতিনিধি:

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বিভিএসডাব্লিউএ-বাউ) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

গত ২০ জানুয়ারি সন্ধ্যায় ভেটেরিনারি অনুষদের আয়োজনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনটির গঠন অনুমোদন দেওয়া হয়। বিষয়টি বুধবার (২১ জানুয়ারি) নিশ্চিত করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

সভায় উপস্থিত শিক্ষার্থীদের সমর্থনে আগামী দুই বছরের জন্য ১১৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।

শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্য থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বুরহান উদ্দিন সিয়াম।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈফ আরমান, সাংগঠনিক সম্পাদক পদে আপন গোস্বামী, দপ্তর সম্পাদক পদে মো. মেহেদী হাসান মনোনীত হয়েছে। 

এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা পরিষদে ভেটেরিনারি অনুষদের আটটি বিভাগের বিভাগীয় প্রধান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অন্তর্ভুক্ত থাকবেন। 

সংগঠনের চেয়ারম্যান ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা, সম্প্রসারণ, পেশার উন্নয়ন ও সমাজ সেবামূলক উন্নয়নমূলক সংগঠন হিসেবে কাজ করবে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরকে প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন এই সংগঠনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং ভেটেরিনারি পেশার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করা। শীঘ্রই সংগঠনের একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *