কৃষিবিদ মোঃ মঞ্জুুরুল হক
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর যৌথ অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি- ব্রিডার সীডস মাল্টিপ্লিকেশন ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে গতকাল ১৬ জুলাই ২০২৫ ইং তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ”বিনামুগ-৮” জাতের ডাল উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দূর্গাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বিএডিসি কুড়িগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (তেল ও ডাল বীজ উৎপাদন) কৃষিবিদ মোঃ আব্দুল জলিল এবং বিশেষ অতিথি হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার প্রণব কুমার দাস উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ডাল একটি আমিষ সমৃদ্ধ খাবার, কিন্তু দেশে এর চাষাবাদ খুবই কম। ডালকে গরীবের আমিষ বলে, তাই প্রতিদিন ডাল জাতীয় খাদ্য খেতে হবে। কুড়িগ্রাম জেলায় উত্তম কৃষি চর্চা অনুশীলনের মাধ্যমে তেল ও ডাল চাষ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিকরনের লক্ষ্যে এরকম কর্মকান্ড বাস্তবায়ন করার জন্য তিনি দাতা সংস্থা ও এসকেএস ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি বলেন এই এলাকার মাটি ডাল ও তেল জাতীয় ফসল চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তাই তিনি কৃষকদের বেশী করে ডাল ও তেল চাষের আহ্বান জানান।
এ সময়ে বিনামুগ-৮ প্রদর্শনী চাষী আব্দুস সাত্তার মুগডাল চাষের অভিজ্ঞতা, ফলাফল, লাভ-ক্ষতি, চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা ইত্যাদি উপস্থিত সকলের সামনে আলোচনা করে জানান এটি চাষে তুলনামূলক কম খরচ ও কম সময় লাগে। চাষকৃত ১৫ শতক জমিতে ধান, পাট চাষের চেয়ে দ্বিগুন লাভ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মাঠদিবসে আরো বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশন আরএমটিপি- ব্রিডার সীডস মাল্টিপ্লিকেশন উপ-প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ মোঃ মঞ্জুুরুল হক, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মাসুদার রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার কৃষক ও কৃষানী প্রমূখ।