রংপুরে অপসোনিন ফার্মা লিমিটেডের এগ্রোভেট বিভাগের আয়োজনে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

১৫ এপ্রিল (মঙ্গলবার) রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টর’স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অপসোনিন ফার্মা লিমিটেডের এগ্রোভেট বিভাগের আয়োজনে কোম্পানির গবাদী প্রাণি ও পশু-পাখীর ঔষধ সম্পর্কে এক টেকনিক্যাল সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ক্যাস্পিয়া দ্য হোম, রংপুরে সন্ধ্যা ৮:০০ টায় শুরু হয়।
এই অনুষ্ঠানে পশু স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভেটেরিনারি পণ্য লাইসোগোল্ড ভেট (খুংড়মড়ষফ ঠবঃ) এর আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এর সাথে অপসোনিন ফার্মা লিমিটেডের গবাদী প্রাণি ও পশু-পাখীর ঔষধ অন্যান্য গুরুত্বপূর্ন লিডিং প্রডাক্ট নিয়ে আলোচনা করেন কোম্পানির প্রডাক্ট ইক্রিকিউটিভ।
প্রাণি স্বাস্থ্য সেক্টরের সাথে জড়িত প্রায় ৭০ জন প্রাইভেট ভেেিটরিনারিয়ানদের অংশগ্রহণে, এই অনুষ্ঠানে তথ্যবহুল অধিবেশন, পণ্য প্রদর্শনী এবং বিশেষজ্ঞ উপস্থাপনা ছিল। আলোচনায় লাইসোগোল্ড ভেট (খুংড়মড়ষফ ঠবঃ) এর অনন্য গঠন এবং সুবিধাগুলি তুলে ধরা হয়। অনুষ্ঠানে অপসোনিন ফার্মা লিমিটেডের এগ্রোভেট বিভাগের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *