৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি

কৃষি ও জনপদ ডেস্ক:

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সব গেট বন্ধ করে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

সরেজমিনে দেখা যায়, কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ঢুকতে না পেরে তারা সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট।

এর আগে, রোববার সকালে, রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশের কয়েকশ’ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।

পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়।

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়কারী আসাদুজ্জামান আবির জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ যৌক্তিক আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না করে মিথ্যা আশ্বাস বা অযৌক্তিক রেজল্যুশনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে আজ সোমবার অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষির সৈনিকদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কৃষি কার্যক্রম চলতে দেওয়া হবে না। কৃষি ডিপ্লোমার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, সকল পেশার ডিপ্লোমা কৃষিবিদদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে ৪ বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

দেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পর নির্দেশ দিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় উপদেষ্টা এই পরামর্শ দেন।

পরে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়েরর একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে এসে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নেন। এতে ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া খামারবাড়িতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নেয় ডিপ্লোমা শিক্ষার্থীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *