হাবিপ্রবির ৩৩ নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দিল HSTU HUNTERS

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া ৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে এডমিশন প্ল্যাটফর্ম “HSTU HUNTERS”।

গত বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার সাবেক মুখপাত্র মোঃ ফয়সাল মোস্তাক এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ সাব্বির সোহান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্যাম্পাসের পরিবেশ সমুন্নত রাখা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “HSTU HUNTERS” হাবিপ্রবির শিক্ষার্থী পরিচালিত প্রথম অনলাইন অ্যাডমিশন প্ল্যাটফর্ম, যা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে।

চান্সপ্রাপ্ত ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান অনুভূতি ব্যাক্ত করে বলেন, “আমার সফলতার পেছনে রয়েছে HSTU HUNTERS পরিবারের ভূমিকা। তাদের অনুপ্রেরণামূলক ক্লাস ও পরীক্ষাগুলো আমাকে আত্মবিশ্বাসী করেছে।”

একই বিভাগের আরেক শিক্ষার্থী মাসুমা ইবনাত মারিয়াম বলেন,“আমি হাবিপ্রবিতে সারা বাংলাদেশের মধ্যে ৬৮তম হয়ে ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদে ভর্তির সুযোগ পেয়েছি এবং আমি স্বপ্ন পূরণের পথে চলছি। এই পথচলায় আমার হাত ধরেছিল HSTU HUNTERS প্লাটফর্ম, যারা শুধু পড়াশোনা নয়, এগিয়ে চলার সাহসও দিয়েছে। তাদের প্রতিটি ক্লাস, প্রতিটি মডেল টেস্ট আমার আত্মবিশ্বাসকে করেছে অটল ও দৃঢ়।”

HUNTERS প্ল্যাটফর্মের সিইও ও মেন্টর মো. আবু শাহিন আলম বলেন, “২০২৫ সালে যাত্রা শুরু করা ‘HSTU HUNTERS’-এর প্রথম ব্যাচেই যুক্ত হয়েছিল ৪৫০+ শিক্ষার্থী। এর মধ্যে হাবিপ্রবিতে চান্স পেয়েছে ৩৩ জন এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ১২৩ জন। তিনি জানান, ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে আপাতত হাবিপ্রবি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলেও সামনে সারাদেশের শিক্ষার্থীদের নিয়েই অনুষ্ঠান করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, HSTU HUNTERS শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেবে এবং একদিন সারাদেশে আস্থার ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে।”

উল্লেখ্য, “HSTU HUNTERS” হাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি এডমিশন প্লাটফর্ম। বর্তমানে ৬ জন মেন্টরের সমন্বয়ে এই প্লাটফর্মটি পরিচালিত হচ্ছে। এদের মধ্যে রয়েছেন মোঃ আবু শাহিন আলম, মোঃ রাকিবুল হাসান চৌধুরী,মোঃ সিরাজুল ইসলাম শাফিন, মোঃ আফতাব হোসাইন, মোঃ আপন মাহমুদ রিফাত, মোঃ আউয়াল আহম্মেদ সাগর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *