হাবিপ্রবিতে নূর হোসেন হল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নূর হোসেন হল শিক্ষার্থীদের আয়োজনে “শহীদ নূর হোসেন হল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”এর শুভ উদ্বোধন হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের নূরহোসন হল মাঠে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান,প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা স্টুডেন্ট এডভাইজার প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।সভাপতিত্ব করেন শহীদ নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজ।

এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া কার্যক্রমও শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। খেলার মাঠে সবাই সমান, তাই বৈষম্যহীন সমাজ গঠনে খেলাধুলার ভূমিকাও অপরিসীম। বক্তব্যের শেষে এমন উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

এবারের টুর্ণামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহন করেছে।উদ্বোধনী খেলায় থান্ডার স্ট্রাইকার্স ১-০ গোলের ব্যবধানে ডার্ক ফ্যালকনস কে পরাজিত করে।

টুর্নামেন্ট নিয়ে অনুভূতি ব্যক্ত করে নূর হোসেন হল শিক্ষার্থী রুকনুর জামান রুকু বলেন,“এই টুর্নামেন্ট আমাদের জন্য শুধু একটি খেলা নয়, বরং একতা, ভ্রাতৃত্ব আর আনন্দের প্রতীক।এই আয়োজনের মাধ্যমে আমাদের হলের শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হবে। 

উক্ত টুর্ণামেন্টের প্রতিটি খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী সকল দর্শককে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছে আয়োজক শিক্ষার্থীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *