স্কুলের পর এবার বিশ্ববিদ্যালয়ের ৩০ তরুণীকে আত্মরক্ষা প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি:

ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের (এইচ এইচ সি) উদ্যোগে তরুণীদের জন্য ৮ দিনব্যাপী  মার্শাল-আর্টস আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মহোন কলেজ এবং নাসিরাবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন তরুণী অংশ নিয়েছে।

আট দিনব্যাপী ওই প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণীরা আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের অনুশীলন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

চীনা ও জাপানি মার্শাল-আর্টসের কৌশল নিয়ে সাজানো ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন প্রশিক্ষক ইসরাত জাহান ও ইব্রাহিম খালিল। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ইয়ুথ মোবিলাইজার নুসরাত জাহান এবং হোপস অফ হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এসএম সাজ্জাদ উল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় নুসরাত জাহান বলেন, তরুণীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণও বাড়ায়। ব্র্যাক এ ধরনের উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।

অনুষ্ঠানে এসএম সাজ্জাদ উল ইসলাম বলেন, নিরাপত্তা ও আত্মবিশ্বাসই ক্ষমতায়নের ভিত্তি। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মরক্ষার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, ধৈর্য্য ও নেতৃত্বগুণ অর্জন করবে।

প্রশিক্ষক ইসরাত জাহান জানান, অংশগ্রহণকারীরা ঝুঁকি শনাক্তকরণ, প্রতিক্রিয়া এবং মানসিক প্রস্তুতির কৌশল শিখবেন। অপর প্রশিক্ষক ইব্রাহিম খালিলের মতে, মার্শাল-আর্টস কেবল শারীরিক কৌশল নয়—এটি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলারও শিক্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *