জোবায়ের পান্না, রংপুর:
৩নং পান্ডুল ক্লাস্টার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন সুবিধাভোগীর সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল গত ১০ জানুয়ারি রংপুর নগরীর নিউ ক্রস রোড এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার ফার্ম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। খামারে পালিত গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতরসহ বিভিন্ন প্রাণীর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা নেন তারা।
এ সময় খামারের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলন সুবিধাভোগী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি লাভজনক খামার ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির নানা দিক তুলে ধরেন।
এ ধরনের পরিদর্শন কর্মসূচি সুবিধাভোগীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে নিজেদের খামার গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।