ভেঙে যাওয়া কাঠের ব্রিজ ৬ মাসেও সংস্কার হয়নি: চরম দুর্ভোগে দশ গ্রামের মানুষ

মো.খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর ওপরে নির্মিত কাঠের ব্রিজটি গত ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ৬ মাস ধরে একটি কাঠের ব্রিজ ভেঙে পড়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সূত্রে জানায়, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজটি নির্মান করা হয়। বছরখানেক পরে পানির স্রোতের কারনে ভেঙে গেলে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ও চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি পূনরায় মেরামত করা হয়। কিন্তু এবছরে পানির চাপে ব্রিজের এক অংশে ভেঙে পড়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় আশেপাশের এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বাহাগিলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,
দীর্ঘ সময় ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এই ভাঙা ব্রিজটি বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতকে কঠিন করে তুলেছে। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা ভাঙা কাঠের ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।
বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, আমি নিজ উদ্যোগে জনসাধারণের দুর্ভোগ কমাতে জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজ নির্মান করা হয়। কিন্তু পরিষদের কিছু সদস্যরা অসৎ উদ্দেশ্যে আমার প্রতি অনাস্থা এনে উন্নয়নের কাজ গুলোকে এতে দিনে টালবাহানা করে আসছেন। তবে আমি আমার নিজস্ব অর্থায়নে ব্রিজটি দু-এক এর মধ্যে মেরামত করে দিবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *