বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিনি কনফারেন্স হলে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সাড়ে চার শতাধিক গরিব ও দুঃস্থ মানুষ, পথশিশু, হোটেলকর্মী এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি তিন শতাধিক মানুষের মধ্যে প্রায় এক হাজার ৫০০ কেজি আলু বিতরণ করা হয়।
সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. মো. কামরুজ্জামান কায়সার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফ উল্লাহ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন, উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ সোনালী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।