বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, মৎস্য খামারের অফিসার-ইন-চার্জ অধ্যাপক ড মোহাম্মদ মতিউর রহমান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, শহীদ নাজমুল হাসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো আসাদুল হক সজল এবং খামার ব্যবস্থাপনা শাখার পরিচালক কৃষিবিদ মো জিয়াউর রহমান। এ ছাড়া বাকৃবিসাসের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।