বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী ৬০ জন রোভার স্কাউটকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বার্ষিক ক্যাম্প পরিচালক ড. মো. জহিরুল আলম। এছাড়া বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
রোভার স্কাউট গ্রুপ সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বার্ষিক ক্যাম্পে রোভারদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্প চলাকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), প্রাথমিক চিকিৎসা, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রশিক্ষকরা এসব সেশন পরিচালনা করেন। গত ২২ ডিসেম্বর ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, ‘রোভার স্কাউট একটি শিক্ষামূলক, সেবাধর্মী সংগঠন। এই সংগঠন সেবার মানসিকতা তৈরী করে সুনাগরিক হিসেবে গড়ে তোলে এবং এর সদস্যরা সুনাগরিক হয়ে দেশ সেবার আত্মনিয়োগ করে থাকে।’
তিনি আরও বলেন, ‘রোভারবৃন্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতাসহ জাতীয় দিবস গুলোতে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করছে। এছাড়া প্রাক্তন রোভারবৃন্দ ইতোমধ্যে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে।’