বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক খায়রুল, সাধারণ সম্পাদক শুভ্র

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডিবেটিং সংঘের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। এসময় ডিবেটিং সংঘের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুজ্জামান শুভ্র মনোনীত হয়েছেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নতুন মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। এছাড়াও এসময় ডিবেটিং ক্লাবের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

৪৬ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে সহসভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ, সহ- সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে তাহমিদ ঈশাদ রূপাই, সহ- সাধারণ সম্পাদক (বিতর্ক) পদে রাইয়্যান আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক (সার্কিট) পদে রাকিব হাসান মুবিন, সাংগঠনিক সম্পাদক (ক্লাব) পদে নুবাহ নাশিতা ফারিহাত, দপ্তর সম্পাদক পদে আশিকুর রহমান কৌশিক, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. মাসরুল আহসান, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে আসিফ ইকবাল এবং প্রচার সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী জান্নাত মনোনীত হয়েছেন।

এছাড়াও এই কমিটিতে হল ও অনুষদ প্রতিনিধিসহ বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *