বাকৃবির ২৩ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রী অনুমোদন

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৩ জন ছাত্রছাত্রীকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

রবিবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

এর আগে গত ১৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভার ২ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, পিএইচ.ডি. ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়। পরে ২৮ মে ২০২৫ তারিখে ২৩ জন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর লাইব্রেরি ছাড়পত্র সম্পন্ন হওয়ায় তাদের পিএইচ.ডি. ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক।

ডিগ্রিপ্রাপ্ত পিএইচডি শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ ও বিভাগে গবেষণায় যুক্ত ছিলেন। এদের মধ্যে রয়েছেন-

মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ থেকে মোহাম্মদ হাবিবুর রহমান,কৃষিতত্ত্ব বিভাগ থেকে মো. আফজাল হোসেন, মো. সালাহউদ্দিন কায়সার, মোহাম্মদ আশিকুর রহমান, সুবর্না কুন্ডু, মোহাম্মদ নাসির, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে শাহ্ শানজিদা নাসরীন, মো. ইলিয়াস হোসেন, মো. সফিনুর রহমান, কীটতত্ত্ব বিভাগ থেকে মুহাম্মদ মোস্তফা কামাল, উদ্যানতত্ত্ব বিভাগ থেকে মো. ফারুক বিন হোসেন, রূম্পা সরকার, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মো. খায়রুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ শামছুর রহমান খান

কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে লাকী পারভীন, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে শেখ মো. ফজলে রাব্বি, পশু পুষ্টি বিভাগ থেকে মাশরুফা তানজীন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ থেকে মো. মনিরুজ্জামান, একোয়াকালচার বিভাগ থেকে মো. মোশাররফ হোসেন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ থেকে জান্নাতুল ফেরদৌস, ফিজিওলজি বিভাগ থেকে সজীবুল হাসান, কৃষি অর্থনীতি বিভাগ থেকে গাজী মোস্তফা কবির উদ্দীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *