বাকৃবিতে শিক্ষকদের জন্য ই-রিটার্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অনলাইন আয়কর রিটার্ন দাখিলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “ই-রিটার্ন সাবমিশন এন্ড স্মার্ট ট্যাক্স এডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং ইকোনোমিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই কর্মশালা আয়োজিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের “ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি)। দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আইকিউএসি-এর পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। এছাড়াও রিসোর্স পারসন হিসেবে ময়মনসিংহ কর অঞ্চলের কর পরিদর্শক জিয়াউর রহমানসহ কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যেন সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারে সে বিষয়টা হাতেকলমে দেখানো এবং শেখানোর জন্যেই আইকিউএসি’র তত্ত্বাবধানে আজকের এই আয়োজন। যেহেতু সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে তাই এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই কর্মশালার মাধ্যমে শিক্ষকবৃন্দ উপকৃত হবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *