বাকৃবিতে মেয়েদের আবাসিক হলে সাপের উপদ্রব

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (বাকৃবি) দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবাসিক হলে ফিরে এসে পড়েছেন সাপের উপদ্রবে। গত কয়েক দিনে বাকৃবির মেয়েদের আবাসিক হল ‘জুলাই ৩৬’ হলের ২য় তলায় ও ৫ম তলায় সাপ ও সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি সাপ পাওয়া গেছে বলে জানা গেছে। এর মধ্যে ৫ম তলার সাপটি জলঢোড়া এবং ২য় তলায় পাওয়া সাপ বিষাক্ত বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন হল বন্ধ থাকার সুযোগে আশপাশে ঝোপঝাড় ও নোংরা জায়গায় সাপের বংশবিস্তার ঘটেছে। ফলে হলে ফিরে এসে তারা পড়েছেন মারাত্মক উদ্বেগ ও অনিরাপত্তার মধ্যে। 

এবিষয়ে ‘জুলাই ৩৬’ হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জানান, দীর্ঘদিন হল বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হল খোলার পর থেকেই সাপ পাওয়া যাচ্ছে। এমনকি কারও কারও বালতির নিচ থেকে বের হচ্ছে সাপ। এই অবস্থায় আমাদের সব সময় সাবধানে থাকতে হচ্ছে ।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া বলে, “রাতে ঘুমাতে ভয় লাগে। রুমে বা রুমের বাইরে যেখানেই যাই ভয়ে ভয়ে পা ফেলতে হচ্ছে। আমার রুমের সামনেই আজকে একটি সাপ মারা হলো। সাপের বাচ্চা যেহেতু পাওয়া গেছে হলে বড় সাপও আছে হয়ত।”

দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী নাবিলা বলেন, “৫ তলার মতো উঁচু যায়গায়ও সাপ দেখা যাচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।  হল কর্তৃপক্ষ দ্রুত এর সমাধানের জন্য ব্যবস্থা না নিলে সাপ কখন কাকে কামড়ে দেয় বলা যায় না।”

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহ্‌সিন ফারজানা জানান, “দীর্ঘদিন হল বন্ধ থাকায় এবং বর্ষাকাল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। হলে সাপ পাওয়া যাওয়ার এ বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারে দেখছি এবং হলের ভেতরে ও আশপাশে সাপনাশক ওষুধ ছিটানোসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান করতে পারবো।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *