বাকৃবিতে বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  স্বেচ্ছায় রক্তদাতাদেরর সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৭টায় বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে শহীদ নাজমুল আহসান হল ইউনিট। এসময় ১৫ জন রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- মো. ইমরুল হাসান খান ঈশান,  মো. তৌহিদুল হক জয়, অমিত তরফদার, মো. আরিফ . মাহমুদুল হাসান, মো. ইয়ামুল ইসলাম বাকি, রজত সরকার, আরিফুজ্জামান, মো. কাওসার হোসেইন, সৌমিত রায়, অমিত কুমার সাহা, মো. রাশিদ শাহরিয়ার, তন্ময় চক্রবর্তী এবং মো. রায়হান উদ্দিন। বাঁধনের শহীদ নাজমুল আহসান হল  থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট ৬৪ ব্যাগ বিশুদ্ধ রক্ত দেওয়া হয়েছে ।

অনুষ্ঠানে নাজমুল আহসান হল ইউনিট বাঁধনের সভাপতি মো. ইয়ামুল ইসলাম বাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামুল ইসলাম স্নিগ্ধর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকসহ বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় হল ইউনিটটির সভাপতি মোঃ ইয়ামুল ইসলাম বাকী বলেন,”বাঁধনের দৃষ্টিতে এক একটি মানুষ এক একটি ব্লাড ব্যাংক।  নিরাপদ রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি।’

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক বলেন,” বাঁধনের সাথে তোমাদের প্রথম পরিচয় কিন্তু ভর্তির সময়। তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা বাঁধনের সাথে সংযুক্ত থাকবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *