বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দশ তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপাচার্য, উপ-উপাচার্য, সিএএসআর, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, বাউরেস দপ্তরসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনার লক্ষ্যে ওই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক-বাউরেস, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পরিকল্পনা ও উন্নয়ন শাখা, কোষাধ্যক্ষ, প্রধান প্রকৌশলী, বিভিন্ন শাখার প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, নতুন এই প্রশাসনিক ভবন নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত হবে।