বাকৃবিতে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচি

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে গৃহীত হয়েছে একগুচ্ছ স্মরণসভা, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচি।

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

কর্মসূচির শুরুতে ১৬ জুলাই সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে শোক র‍্যালী , পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে জুলাই আন্দোলনের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপস প্রদর্শনী, আলোচনা, দোয়া ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং সকলের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। 

২৮ জুলাই বিকেল ৩টায় শিক্ষক কমপ্লেক্সে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে ছাত্র জনতার অংশগ্রহণে ‘জুলাই-আগস্ট এর বৈষম্যবিরোধী থেকে গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

৩০ জুলাই বিকেল ৪টায় শিক্ষক কমপ্লেক্সে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৫ আগস্ট সকাল ১০ টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে বিজয় র‍্যালী, সকাল ১১ টায় চিত্রাংকন প্রতিযোগীতা (ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান), দুপুর দেড়টায় বাকৃবির সকল মসজিদ/উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা, জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত/প্রার্থনা, বিকেল সাড়ে চারটায় মুক্ত মঞ্চে চিত্রাংক প্রদর্শনী হবে। 

পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিতর্ক ফাইনাল (গণঅভ্যুথান), সাড়ে ৭টায় জুলাই আন্দোলনের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী ও ভিডিও প্রদর্শনী প্রতিযোগিতা এবং রাত সাড়ে ৮টায় চিত্রাংকন, ডিবেটিং ও ভিডিও প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। 

সব আয়োজন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা বিভাগের সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *