বাকৃবিতে ক্লিনারদের জন্য সাড়ে ছয় কোটি টাকার আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শুধুমাত্র ক্লিনারদের লিফটসহ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ছয়তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

প্রায় ৬ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা চুক্তিমূল্যে নির্মিতব্য এই ভবনটি হবে ক্লিনারদের জন্য বিশেষভাবে নির্ধারিত। এতে লিফট ছাড়াও থাকবে অন্যান্য আধুনিক সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রুহুল আমীন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মোহাম্মদ গোলজারুল আজিজ, আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, কৃষি মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. মনির আহম্মেদ, প্রধান যন্ত্রপ্রকৌশলী সালেহ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ এনামুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এটি কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বৈষম্যহীন সমাজ গড়তে অনন্য পদক্ষেপ নিয়েছে বাকৃবি। এমন প্রকল্প কর্মচারীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *