বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে অডিটরিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থী কর্তৃক মিলনায়তনের সকল গেইট বন্ধ করে সভায় উপস্থিত সকলকে প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখা এবং পরবর্তীতে বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনা, ভাংচুর এর সহিত জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং সার্বিক বিষয়টির সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সভাপতি এবং সংস্থাপন শাখা-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, পূর্ত বিভাগ-১ এর অতিরিক্তি প্রধান প্রকৌশলী প্রকৌ. মুহঃ এনামুল হক।

আদেশনামায় যথা শীঘ্রই তদন্তের রিপোর্ট বা, সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আদেশনামায় আরও বলা হয়েছে, গত ০৭ আগস্ট বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা তাদের চাকুরির ক্ষেত্র বাড়ানো এবং চাকুরি পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তায় কম্বাইন্ড ডিগ্রির দাবি সম্বলিত স্মারকলিপি উপাচার্য বরাবর প্রেরণ করেন। উপাচার্য বিষয়টি দ্রুত সমাধান করতে গত ১২ আগস্ট একটি কমিটি গঠন করে দেন। গঠিত কমিটির সুপারিশে গত ৩১ আগস্ট সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২৫১ জন শিক্ষকের উপস্থিতিতে উপস্থাপন করা হলে শিক্ষা পরিষদ কমিটির সুপারিশ মোতাবেক ৩ টি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *