পিকেএসএফ ভবনে ‘বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি’ প্রকল্পের চতুর্থ বার্ষিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

এস. কে মামুন, গাইবান্ধা:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে আজ অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ রুরাল ওয়াস ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট (বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি)’ প্রকল্পের চতুর্থ বার্ষিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পিকেএসএফ, বিশ্বব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

সভায় প্রকল্পের গত এক বছরের সাফল্য, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা বিষয়ে অর্জিত অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ‘সর্বোত্তম নিরাপদ ব্যবস্থাপনার (Safely Managed)’ টয়লেট নির্মাণে সফল সহযোগী সংস্থার শাখাগুলোকে পুরস্কৃত করা হয়।

পিকেএসএফ-এর ৮৮টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ১৮২টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের আওতাধীন ৩,১২৫টি শাখার মধ্যে ৩০টি সহযোগী সংস্থার ১০৪টি শাখা নভেম্বর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ সময়কালে আচরণ পরিবর্তন যোগাযোগ (BCC) ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপদ ব্যবস্থাপনার টয়লেট নির্মাণে অবদান রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার জনাবা রোকেয়া আহমেদ, পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মশিয়ার রহমান ও জনাব মোঃ হাসান খালেদ, এবং মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক জনাব আবদুল মতীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক জনাব রোকনুজ্জামানসহ পিকেএসএফ-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পুরস্কার বিতরণী পর্বে ২০টি সহযোগী সংস্থার ৫০টি শাখাকে ‘শ্রেষ্ঠ শাখা’ হিসেবে মনোনীত করে সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে এসকেএস ফাউন্ডেশনের ধোপাডাঙ্গা শাখা ‘শ্রেষ্ঠ শাখা’ হিসেবে মনোনীত হয়ে বিশেষ স্বীকৃতি ও পুরস্কার অর্জন করে। পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (মাইক্রোফিনান্স) জনাব ইমরান কবির ও শাখা ব্যবস্থাপক সুমাইয়া লতা।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অন্যতম প্রধান উপাদান। পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *