পশুপালন অনুষদের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলো আন্দোলনকারীরা

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। 

এই আন্দোলনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করায় তাদেরকে ফুল ও চকলেট দিয়ে রাজপথে বরণ করে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

সোমবার (১১ আগস্ট) সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এসময় নবীন শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করলে তাদেরকে ফুল ও চকলেট দিয়ে বরণ করা হয়। 

এর আগে গত ৯ আগস্ট নবীন শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবির প্রতি সংহতি জানিয়ে অনুষদীয় নবীনবরণ অনুষ্ঠান বর্জন করে। একইসঙ্গে তারা ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সব ক্লাসও বর্জন করে।

এ বিষয়ে এক নবীন শিক্ষার্থী বলেন, আমরা পশুপালন অনুষদের ৬১ ব্যাচের শিক্ষার্থীরা স্ব ইচ্ছায় আন্দোলনের সাথে থাকার ঘোষণা দিচ্ছি। আমাদের ক্লাস বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের সিনিয়ররা আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আমরা তাদের সাথে আন্দোলন চালিয়ে যাবো। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *