ডিগ্রির দাবি আদায় হওয়া মাত্রই ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের দাবিতে ২৭ তম দিনের মতো শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রয়েছে। তবে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় হওয়া মাত্রই ক্লাসে ফিরতে চায় আন্দলনকারী শিক্ষার্থীরা। 

আগামী বুধবার (২৭ আগষ্ট) জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার দাবিতে আজও (২৪ আগস্ট) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

বিকাল ৪ টার দিকে পশুপালন অনুষদের গেইট থেকে দুই অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমতলায় জড়ো হয় এবং  আমতলায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, তাদের যৌক্তিক দাবি আদায় হওয়া মাত্রই তারা অনুষদীয় ফটকসমূহের তালা খুলে দিবে এবং ক্লাসে ফিরে যাবে। এজন্য আগামী বুধবারের মধ্যেই জরুরী একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার জন্য তারা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানায়। 

তারা আরও বলে, তারা অত্যন্ত সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে তাদের আন্দোলন পরিচালনা করছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা ব্যক্ত করে তারা বলে, প্রশাসন এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে অতিদ্রুত একাডেমিক কাউন্সিল গঠনের মাধ্যমে এর একটি যৌক্তিক সমাধানের দিকে এগিয়ে যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *