ট্রেনে কাটা প‌ড়ল বাকৃবির গবেষণারত ২২টি উন্নত জাতের ভেড়া 

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি 

চলন্ত ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কাজে ব্যবহৃত ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কা‌জের জন্য ব্যবহার করা হচ্ছিল। গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি। প্রতিটি ভেড়ার বর্তমান বাজারমূল্য ছিল ৩০ থেকে ৬০ হাজার টাকা।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২ টায় উক্ত ঘটনাটির তথ‌্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।

এবিষয়ে বাকৃ‌বির ভে‌টে‌রিনা‌রি অনুষ‌দের ডিন অধ‌্যাপক ড মো বাহানুর রহমান জানান, ‘ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত রাখাল দুপু‌রের দি‌কে রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এ সময় ট্রেনের শব্দ শু‌নে অসাবধানতাবশত ভেড়াগুলো হঠাৎ করে রেললাইনের উপর উঠে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ফলে ঘটনাস্থলেই ভেড়াগুলো মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যায়।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *