ছয় দফা দাবিতে পুনরায় বৈঠক

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে উত্থাপিত ছয় দফা নিয়ে আজ (শনিবার) ২য় বারের মতো শিক্ষকদের সাথে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। তবে আলোচনা ফলপ্রসূ হয় নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

জানা যায়, আজ (শনিবার) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সম্মেলন কক্ষ আন্দোলনকারীদের মধ্যে ১৫ জন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন শিক্ষকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী ও অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন,’ আমরা আজকে শিক্ষকদের সাথে বসেছিলাম। দুইঘন্টা যাবত আলোচনা করেছি। তবে আলোচনা ফলপ্রসূ হয় নি। শিক্ষকরা আমাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন যেগুলোর বিষয়ে আমাদের কিছু দ্বিমত আছে। আমরা এখনও ছয় দফা দাবিতে অনড় এবং আমরা প্রস্তাবনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারি নি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘আলোচনার সিদ্ধান্ত আমরা এখনই জানাচ্ছি না। আলোচনা যেহেতু চলমান রয়ে গেছে তাই শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদেরকে দেওয়া প্রস্তাবনাগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মতামত জানালেই আমরা উপাচার্যকে বিষয়টি জানিয়ে দিবো। এরপর দ্রুততম সময়ের মধ্যে সন্ডিকেট সভা ডাকার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *