চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হাবিপ্রবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নৃশংস হামলার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হাবিপ্রবি ছাত্রদল।

রোববার (৩১ আগষ্ট) রাত ১০ টায় ক্যাম্পাসের মেইনগেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে ১নং গেইটে সমাবেশে মিলিত হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।এসময় তারা বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নানা স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাশ বলেন,“ফ্যাসিস্টদের সাথে চলাফেরা করে এমন সবার সাথেই আপনারা দূরত্ব বজায় রাখবেন। আমরা দেখছি, এক বছর পার হয়ে গেলেও প্রশাসন এখনো ছাত্রলীগের বিরুদ্ধে স্পষ্ট কোনো অবস্থান নিতে পারেনি। সেই কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও এখানে সংকটময় পরিস্থিতিতে আছি। যদি অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও আক্রমণ হয়, তাহলে আমাদের কী অবস্থা হবে আমরা জানি না। তাই আপনারা নিজেদের জায়গা থেকে প্রতিটি হলে সজাগ থাকবেন। বিশেষ করে ফ্যাসিস্টদের দালালদের ক্যাম্পাসের আশেপাশে ভিড়তে দেওয়া যাবে না।”

সদস্য সচিব ফরহাদ হোসেন বলেন, “আজকে চবিতে এবং বাকৃবিতে আমাদের অনেক ভাইবোন হামলার শিকার হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই হামলার স্বরযন্ত্রকারীদের শাস্তির আওতায় আনে।”

যুগ্ন আহ্বায়ক এহেসানুল কবির অর্নব বলেন,“আজকে চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ। এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি আমাদের ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীকে সচেতন ও একতাবদ্ধ থাকার আহ্বান জানাই, যাতে আমাদের এখানে চবির ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *