গণঅভ্যুত্থান পরবর্তী অবদানের জন্য সনদ পেলেন বাকৃবির ৮ রোভার

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) ৮ জন রোভারকে গণঅভ্যুত্থান পরবর্তীতে ট্রাফিক সেবায় নিয়োজিত থাকার স্বীকৃতি স্বরুপ সনদ প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার ( ২৮ আগস্ট)  বাংলাদেশ স্কাউটসের ময়মনসিংহ জেলা রোভার ভবনে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।

‎উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রোভারের সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। এবং আরো উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক সম্পাদক, কমিশনার এবং জেলা রোভার স্কাউট লিডার।

‎এসময় স্কাউটার হিসেবে বিশেষ সনদ প্রদান করা হয় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ড.মো: জহিরুল আলম-কে।

রোভার মোঃ আল আমিন হোসেন বলেন, “যেকোনো সম্মাননা বা স্বীকৃতি পেতে সব সময়ই ভালো লাগে, আজকেও ভালো লাগছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটসকে এরকম সম্মাননা প্রদানের জন্য। যদিও এইটার প্রেক্ষাপট ভিন্নরকম ছিল। স্বৈরাচার পতনের পর দেশের সার্বিক অবস্থা মোটেও ভালো ছিল না। একজন নাগরিক হিসেবেই এই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আর ধন্যবাদ জানাতে চাই বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ড. জহিরুল আলম স্যারকে যিনি নিজে উপস্থিত থেকে আমাদের ট্রাফিক কন্ট্রোলের দিকনির্দেশনা দিয়েছিলেন।”

রোভার খাদিজা চৌধুরী লিয়া বলেন, “ছোট থেকে পাঠ্যপুস্তকে বা অন্যান্য জায়গায় পড়াশোনার মূল উদ্দেশ্য হিসেবে জেনে এসেছি একজন সৎ,দায়িত্বশীল,আদর্শবান মানুষ ও নাগরিক হওয়া।জুলাই অভ্যুত্থানের পর দেশে যখন অস্থিতিশীল অবস্থা তখন একজন স্কাউট ও ছাত্র হিসেবে এই ক্রান্তিলগ্নে দেশের উপকারে আসতে পারা অনেক গর্বের এবং সম্মানের বিষয়।আর যখন সেই কাজের স্বীকৃতি পাওয়া হয় তখন সেটা পরবর্তীতে এ ধরনের আরও কাজ করার উৎসাহ জোগায়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *