এস. কে মামুন, গাইবান্ধা
রংপুর ও রাজশাহী বিভাগে কর্মরত ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের বিভাগীয় সম্মেলন-২০২৫ রবিবার (২৭ জুলাই) গাইবান্ধার এসকেএস ইন-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আয়োজন করে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ), এসকেএস ফাউন্ডেশনের সহায়তায়।
“ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়” শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ক্ষুদ্র অর্থায়ন একটি কার্যকর উপায়। এই খাতের টেকসই অগ্রগতির জন্য নীতিগত সংস্কারসহ অংশীজনদের সমন্বয় অত্যন্ত জরুরি।”
সম্মেলনের সভাপতিত্ব করেন সিডিএফ ও এসকেএস ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং পপি-র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অর্থনৈতিক চাপে ক্ষুদ্র অর্থায়ন খাত আজ চ্যালেঞ্জের মুখে। উত্তরণে প্রয়োজন দক্ষতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ কর্মপ্রয়াস।”
স্বাগত বক্তব্যে সিডিএফ-এর গভর্নিং বডির সদস্য ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, “ক্ষুদ্র অর্থায়ন খাতের কাঠামোগত ও নীতিগত সংস্কার এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– মো. সাজ্জাদ হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এবং এমআরএ-এর সাবেক পরিচালক, ড. মো. আহসান আলী, আশ্রয়-এর নির্বাহী পরিচালক, মো. এনামুল হক, আম্বালা ফাউন্ডেশনের চীফ অপারেটিং অফিসার, ইকবাল আহাম্মদ, বিজ-এর নির্বাহী পরিচালক।
সম্মেলনে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র-এর নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন- ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ, ড. খন্দকার আলমগীর হোসেন, গাক, মো. নূরুল আমিন, জাকস ফাউন্ডেশন, মো. হাসিব হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি । বক্তারা বর্তমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন- ঋণগ্রহীতাদের আর্থিক, সক্ষমতার হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, একাধিক সংস্থার অর্থায়নের কারণে দায়ভার বৃদ্ধির ঝুঁকি, পর্যাপ্ত তদারকির অভাব ইত্যাদি।
তারা উত্তরণের জন্য প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, কর্মী প্রশিক্ষণ এবং নীতিনির্ধারকদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের অর্ধশতাধিক ক্ষুদ্র অর্থায়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।