এসডিজি ৬ ও ১৩ অর্জনে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

এস.কে মামুন, গাইবান্ধা:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 6: Clean Water and Sanitation (নিরাপদ পানি ও স্যানিটেশন) এবং Ges SDG 13: Climate action (জলবায়ু পরিবর্তন) এ বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষকরে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ ওয়াশ সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে। সরকারি বেসরকারি নানা উদ্যোগ গ্রহণের পরও নানা কারণে এসডিজি’র লক্ষ্যমাত্রার কাঙ্খিত অর্জন ব্যাহত হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে FANSA Bangladesh সেক্রেটারিয়েট এসকেএস ফাউন্ডেশন এর আয়োজনে আজ রোববার (২২ ডিসেম্বর ২০২৫) এসকেএস ইন্ গাইবান্ধায় ‘SDG Progress of WASH and Climate Change’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়হান আলী। এছাড়াও সরকারি কর্মকর্তা, পৌর কর্মকর্তা, FANSA Bangladesh এর সদস্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক, নারী ও যুব ফোরামসহ নাগরিক সমাজের সদস্যগণ সংলাপে অংশগ্রহণ করেন।

সংলাপে প্রধান আলোচক এসডিজি ৬ এবং ১৩ এর সূচকসমূহ, লক্ষ্য ও অর্জন সম্পর্কে বিশদভাবে উপস্থাপন করেন। এতে তিনি জানান, বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ প্রায় বন্ধ হলেও নিরাপদ স্যানিটেশন সেবার আওতায় রয়েছে মাত্র ৩৬ দশমিক ৪ শতাংশ মানুষ। এসডিজি-তে ‘কাউকে বাদ দিয়ে নয়’ বলা হলেও পানি ও স্যানিটেশনে বরাদ্দের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে ব্যাপক ব্যবধান; নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পাওয়ার ক্ষেত্রে শ্রেণি বৈষম্য ব্যাপকভাবে পরিলক্ষিত।

সংলাপে অন্যান্য বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও খরা এর মতো দুর্যোগসমূহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়া এসডিজি ১৩ অর্জনের সঙ্গে এসডিজি ৬-এর বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। সংলাপে জলবায়ুসহনশীল ওয়াশ অবকাঠামো, নিরাপদ মলবর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় আরও বলা হয়, জাতীয় পর্যায়ে ওয়াশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিমালা ও কৌশল হালনাগাদ হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও বাজেট বরাদ্দে ঘাটতি রয়ে গেছে। এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ বিশেষভাবে প্রয়োজন। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংলাপে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণসহ ওয়াশ সম্পর্কে জনসচেতনতা তৈরি, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে নেতৃত্বে জেলার ওয়াশ অবস্থা যাচাইয়ে সফটওয়ার তৈরির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ, পানির অপচয় রোধ ও পানির পুন:ব্যবহার নিশ্চিত কর, জলাধার দূষণরোধ এবং টেকসই ও জলবায়ুসহনশীল প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *