একই দিনে তিন বিক্ষোভ, উত্তেজনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আজ দিনভর তিনটি ভিন্ন দাবিকে কেন্দ্র করে আন্দোলনে মুখর ছিল। কৃষি, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং ভেটেরিনারি–পশুপালন অনুষদের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে নিজেদের দাবি তুলে ধরেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় কৃষিবিদ ঐক্য পরিষদ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা । এসময় তারা কৃষিবিদদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসাথে তাঁরা প্রকৌশল খাত সংস্কারের লক্ষ্যে উত্থাপিত ৩ দফা দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন।

এরপর সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ মিছিল করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে প্রকৌশলীদের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

দিনের আন্দোলনের ধারাবাহিকতায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছেন তারা। আন্দোলনকারীরা অনতিবিলম্বে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে এ সমস্যা সমাধান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি অনুষদের ৪টি অনুষদের শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে আজ সারাদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *