আড়িয়ল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন কৃষি উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি:

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। সেই সঙ্গে সেখানে মাদুরে বসেই কৃষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়ল বিল পরিদর্শন শেষে মতবিনিময়ের সময় স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা।

এ সময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে।’

কৃষি উপদেষ্টা বলেন, ‘আড়িয়ল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আড়িয়ল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন এবং ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলো সমাধানের আশ্বাস দেন।

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আড়িয়ল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যেন যথাযথভাবে হয়। দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সরকার সেভাবে কাজ করছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *