হাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত, পছন্দক্রম ও পুনঃনিরীক্ষণের সময়সূচি ঘোষণা

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত ০৫ মে থেকে ০৭ মে ২০২৫ খ্রি. পর্যন্ত বিভিন্ন ইউনিটভিত্তিক পরীক্ষাগুলো কয়েকটি শিফটের মাধ্যমে সম্পন্ন করা হয়। নিচে প্রতিটি শিফটের পাশের হার ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তুলে ধরা হলো:

A1 শিফট: পাশের হার ৬১.৩২%, সর্বোচ্চ স্কোর ১২৯.৫০

A2 শিফট: পাশের হার ৪৯.৯১%, সর্বোচ্চ স্কোর ১২৩.৯৮

A3 শিফট: পাশের হার ৫৭.১৭%, সর্বোচ্চ স্কোর ১২৬.২৩

B1 শিফট: পাশের হার ৪৭.০২%, সর্বোচ্চ স্কোর ১১১.২৫

B2 শিফট: পাশের হার ৪৭.১০%, সর্বোচ্চ স্কোর ১১৭.৫০

B3 শিফট: পাশের হার ৪৫.৮৬%, সর্বোচ্চ স্কোর ১১৩.২৫

C (BS) শিফট: পাশের হার ৬৭.২৪%, সর্বোচ্চ স্কোর ১২৭.২৫

C (SH) শিফট: পাশের হার ৭৩.৬২%, সর্বোচ্চ স্কোর ১৩০.৭৫

D1 শিফট: পাশের হার ৬৫.৭৯%, সর্বোচ্চ স্কোর ১৩৬.৭৫

D2 শিফট: পাশের হার ৬৯.১৩%, সর্বোচ্চ স্কোর ১২৬.৭৬

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দক্রম ফর্ম আগামী ১২/০৫/২০২৫ তারিখ বিকাল ৫ টা হতে ১৫/০৫/২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত পূরণ করা যাবে। ভর্তির তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

এছাড়াও ফলাফল প্রকাশের পর পুন:নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে, এ লক্ষ্যে ১৩ তারিখ রাত ১২.০১ মিনিট হতে ১৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। 

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫ টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *