হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদন আজ থেকে শুরু হচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে ২০২২ সালের পূর্বে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
‘A’ ও ‘B’ ইউনিটের জন্য:
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড আবশ্যক।
‘C’ ও ‘D’ ইউনিটের জন্য:
প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ এবং মোট জিপিএ ৬.০ থাকতে হবে। বিদেশি বোর্ড থেকে সমমানের শিক্ষার্থীর জন্য সমতুল্য গ্রেড প্রয়োজন।
‘O’ ও ‘A’ লেভেল শিক্ষার্থীদের জন্য:‘O’ লেভেলে পাঁচটি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের তিনটি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে: https://hstu.ac.bd/admission
প্রবেশপত্র পরীক্ষার ৫ দিন পূর্ব থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার দিন প্রবেশপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
আবেদন ফি:
প্রতি ইউনিটের জন্য ১,০০০ টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা (মোট ১,২০০ টাকা)। ফি নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
সময়সীমা:
১৬ নভেম্বর ২০২৫ বিকেল ৪টা থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত।
যোগাযোগ:
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা, হটলাইন: 01729266246, 01515256810।ট্রানজেকশন সংক্রান্ত সমস্যার জন্য সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত 01822026222-এ যোগাযোগ করতে হবে।
বিঃদ্রঃ এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ১,৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।