হাবিপ্রবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে হল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূরহোসেন হলের শিক্ষার্থীরা।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১২টা ১ মিনিটে শহীদ নূরহোসেন হলের শিক্ষার্থীরা সমবেতভাবে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীরা বলেন,“শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদদের আত্মত্যাগ কখনোই ভুলে গেলে চলবে না। বিজয়ের এই দিনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান দায়িত্ব”
২২ ব্যাচের শিক্ষার্থী রুকুনুর জামান রুকু বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করাই তাদের মূল লক্ষ্য।”
এ সময় শহীদ নূরহোসেন হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।