হরফে বাঁধা ভাবনা, ক্যালিগ্রাফিতে হাবিপ্রবির কামরুল

হাবিপ্রবি প্রতিনিধিঃ

কামরুল হাসান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। একনিষ্ঠ এই উদীয়মান তরুণ ক্যালিগ্রাফার তার শিল্পকর্মে তুলে ধরছেন কুরআনের আয়াত, দু’আ ও আল্লাহর নামের অপূর্ব সব ক্যালিগ্রাফি। তার নিপুণ হাতে আঁকা কাজগুলো ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা পুরো হাবিপ্রবি ক্যাম্পাস জুড়ে।

ছোটবেলা থেকেই ইসলামী সংগীত, হামদ ও নাতের পাশাপাশি আরবি লেখার প্রতি ছিলো এক অদ্ভুত টান। সেই টান থেকেই ক্যালিগ্রাফির পথে পা রাখেন কামরুল। জানালেন, “ছোটবেলায় মাদ্রাসায় পড়ার সময় থেকেই আরবি লিখতে হতো। বিশেষ করে ক্যালেন্ডারে থাকা আরবি ক্যালিগ্রাফি দেখে ভাবতাম—এগুলো কীভাবে করে? কৌতূহল থেকেই জন্ম নেয় আগ্রহ। কিন্তু সত্যিকারের অনুপ্রেরণা পাই বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন বিগত স্বৈরশাসকের পতনের পর আঁকা একটি ক্যালিগ্রাফি দেখে। সেটাই ছিলো আমার চোখে প্রথম জীবন্ত ক্যানভাস।”

এই অনুপ্রেরণার পথ ধরে কামরুল শুরু করেন ক্যালিগ্রাফি শেখা। বর্তমানে তিনি ‘ওসামা ক্যালিগ্রাফি’র উসামা ভাইয়ের কাছ থেকে অনলাইনে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ নিচ্ছেন। তার প্রিয় স্টাইল ‘খৎতে ছুলুস’, যদিও মাঝে মাঝে দিওয়ানি ও অন্যান্য শৈলীতেও কাজ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কামরুলের কাজ। অনেকেই তার ক্যালিগ্রাফি সংগ্রহে রাখছেন শিল্পস্মারক হিসেবে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার আঁকা আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি।

তার মতে, যারা ক্যালিগ্রাফিতে নতুন আসতে চায়, তাদের জন্য সবচেয়ে দরকার ‘ধৈর্য’ এবং ‘নিয়মিত অনুশীলন’। “শুরুর দিকে কাজ হয়তো পারফেক্ট হবে না, কিন্তু থেমে গেলে চলবে না,”—বললেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে।

তরুণ এই শিল্পীর স্বপ্ন একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আর সেই পথেই তিনি এগিয়ে যাচ্ছেন ধাপে ধাপে, হরফের আঁচড়ে গড়ে তুলছেন বিশ্বাস, ভালোবাসা ও নান্দনিকতার এক নতুন ভাষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *