রংপুরে এসকেএফ (SK+F) ফার্মাসিটিক্যাল এর অ্যানিমেল হেলথ ডিভিশনের টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:

আজ মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) সন্ধ্যায়, রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকেএফ (SK+F) অ্যানিমেল হেলথ ডিভিশনের আয়োজনে এক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি অনুষ্ঠিত হয় রংপুর শহরের কাসপিয়া রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। এতে রংপুর বিভাগের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কর্মরত প্রায় ৭০ জনেরও বেশি ভেটেরিনারি ডাক্তার অংশগ্রহণ করেন।

টেকনিক্যাল সেশনে এসকেএফ (SK+F) অ্যানিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে গবাদিপশু ও পাখির বিভিন্ন রোগবালাই এবং সেগুলোর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ এক্সপার্টবৃন্দ। তারা উপস্থিত ডাক্তারদের বিভিন্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেন এবং মাঠ পর্যায়ে চিকিৎসা সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন।

উপস্থিত ভেটেরিনারি ডাক্তারগণ এসকেএফ (SK+F) -এর প্রোডাক্টগুলোর মাঠপর্যায়ে কার্যকারিতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও টেকনিক্যাল সেমিনারের আয়োজনের আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের সেশন ভেটেরিনারি পেশাজীবীদের জ্ঞানবৃদ্ধির পাশাপাশি খামারিদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে।

অনুষ্ঠানে রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকল ডাক্তারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *