ভেটেরিনারি অনুষদের অনন্য উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সম্মাননা পরিকল্পনা

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে ৩৩ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। চলতি বছরের জুলাই-ডিসেম্বর/২০২৪ সেমিস্টারের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ৭,৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে আয়োজিত হয় এ বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক এবং স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ফান্ড কমিটির সদস্য অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “ভেটেরিনারি অনুষদের এ উদ্যোগ নিঃসন্দেহে মহৎ ও অনুকরণীয়। আমি চাই অন্যান্য অনুষদও এমন কার্যক্রম হাতে নিক। পাশাপাশি, প্রতি সেমিস্টারে পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়ার চিন্তা করা উচিত—যাতে তাদের মেধা ও পরিশ্রম স্বীকৃতি পায়।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বাহানুর রহমান জানান, বৃত্তি প্রদানের প্রধান শর্ত ছিল—শিক্ষার্থীদের কোনো বিষয়ে ফেল না করা। এই শর্ত পূরণ করেই শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে এবং তারা ভালো ফলাফলও করছে। তিনি আরও জানান, ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, “এই বৃত্তির প্রধান উদ্দেশ্য হলো, যেন কোনো শিক্ষার্থী শুধু অর্থসংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *