বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউট্যাবের কোরআন খতম ও মানবিক কর্মসূচি

বাকৃবি প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বাকৃবি শাখা।

রোববার (১ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফিশারিজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মো. আমির হোসেনের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মজিবুর রহমান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় অবদানের কথা তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা, বাউরেস পরিচালক, উচ্চশিক্ষা কো–অর্ডিনেটর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, ট্রেজারার, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পুরো আয়োজন সার্বিকভাবে সহযোগিতা করেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ–সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এবং বাকৃবি ইউট্যাবের সদস্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *