বিনায় বার্ষিক গবেষণা কর্মশালা শুরু, কৃষি গবেষণায় জোর তাগিদ

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা)  বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০ টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনার সেমিনার কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ওই কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, বিনার ট্রেনিং ও প্ল্যানিং  বিষয়ক পরিচালক ড. সাইফুল হক ভূঁইয়া, গবেষণা বিষয়ক পরিচালক ড. মো. হোসেন আলী এবং গবেষণা ও সহায়তা সেবা বিষয়ক  পরিচালক ড. মো. আতাউর রহমান। এছাড়া দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি তাঁর উপস্থাপনায় বিনার উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত নিয়ে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম ও তার ইতিবাচক ফলাফল তুলে ধরেন। গবেষণাভিত্তিক এই প্রবন্ধে তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থায় পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন।

উক্ত বার্ষিক কর্মশালায় গবেষকরা তাঁদের প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের কৃষি গবেষণাকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে কর্মশালাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি কৃষি এবং কৃষকের সন্তান হিসেবে গর্ব বোধ করি।  বাংলাদেশের প্রায় সকল মন্ত্রী ও সচিব পর্যায়ের সফল ব্যক্তিবর্গেরও কৃষি ও কৃষি পরিবারের অতীত ইতিহাস রয়েছে। কৃষি হচ্ছে আমাদের প্রাণ, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। কৃষক ও কৃষি পেশাকে কেউ যদি ছোট করে দেখে, সরকার হোক বা উর্ধ্বতন কর্মকর্তা যেই হোক না কেন, এটা সহ্য করবেন না। কৃষিবিদরা আমাদের সন্তান, আমাদের বোন বা ভাই। যে কোনো সমস্যায় আমাদের কৃষিবিদরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *