বাকৃবিতে নবনির্মিত ফিল্ড ল্যাব ও এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগে নবনির্মিত ফিল্ড ল্যাব এবং বিভাগীয় এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম প্রজনন কেন্দ্রে ফিল্ড ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সামছুল আলম ভূঁঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঁঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানসহ পশু পালন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে উপাচার্য নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কৃত্রিম প্রজনন কেন্দ্রে ষাঁড়ের শেডও ঘুরে দেখেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি পশু পালন অনুষদে নবনির্মিত এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন করেন।

নবনির্মিত ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের জন্য ১২টি কম্পিউটারসহ একাধিক আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধা যুক্ত করা হয়েছে, যা গবেষণা ও শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *