বাকৃবিতে টিম এসথেটিক বিএইউ’র প্রথম সাধারণ সভা ও কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি:

ক্যাম্পাসভিত্তিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিক কার্যক্রমে সক্রিয় সংগঠন ‘টিম এসথেটিক বিএইউ’ পেয়েছে নতুন নেতৃত্ব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংগঠনটির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল জুবায়ের ইমন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের এমএস শ্রেণীকক্ষে সংগঠনটির প্রথম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা হয়।

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. হাসনীন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আলী রেজা ফারুক, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো রোস্তম আলীসহ সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. রিফাত আলী। পরে সংগঠনের উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক বলেন, ‘ সংগঠনটির সাথে ‘এসথেটিক’ শব্দটি যুক্ত রয়েছে, এটার অনেক সুন্দর একটি অর্থ রয়েছে। এখান থেকে তোমরা কখনোই কোনো খারাপ কাজ বা আন-এসথেটিক কিছু করতে পারবে না। আমি বিশ্বাস করি সবাই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করবে না। ছবি তোলা একটি বিশেষ দক্ষতা এবং গবেষণার ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। এই ক্যামেরাবন্দী দক্ষতা তোমাদের ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

নব্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনন্য। তোমাদের সৃজনশীলতার মাধ্যমে এই অপরূপ সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ভালো কিছু তুলে ধরার জন্য তোমাদের এই নিরন্তর প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। আমাদের লক্ষ্য হওয়া উচিত ক্যাম্পাসের ইতিবাচক বিষয়বস্তু সবার সামনে তুলে ধরা।’

সংগঠনটির সহসভাপতি হিসেবে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো: রোস্তম আলীসহ উপদেষ্টামন্ডলীতে আছেন বিভিন্ন বিভাগের ৩৩ জন শিক্ষক।

এছাড়া সহকারী সাধারণ সম্পাদক পদে আমিনুল সরদার, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক পদে নিবির, গোলাম কিবরিয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে চপল কুণ্ডু, রুহুল খান মুন, দপ্তর সম্পাদক পদে মহিউদ্দিন মুজাহিদ, কোষাধ্যক্ষ পদে ফয়সাল আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ পদের আরিফ হোসেন, জান্নাতুন নায়েম মৌ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পদে সিফাতুল ইসলাম নির্জন, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পদে নুসরাত জাহান নূসা, সিমরান রহমান, সাংস্কৃতিক ও যোগাযোগ সম্পাদক পদে মাহজুবা জাহান, মারিয়া ফারজানা প্রভা, সহকারী সাংস্কৃতিক ও যোগাযোগ সম্পাদক পদে জবা দেবনাথ ববি, নুহসারিন প্রভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নূর আয়েশা চৌধুরী, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিফাত জাহান সাদিয়া, ফাতেমাতুজ জোহরা, সামিয়া সালাম, জনসংযোগ সম্পাদক পদে অর্পিতা মহন্ত, সহকারী জনসংযোগ সম্পাদক পদে জুমাইয়া জান্নাত নিরা, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মো: ইমতিয়াজ কবির, আবদুল্লাহ বিন আতাউর, ফুয়াদ বিন আমিন, সহকারী ইভেন্ট কো-অর্ডিনেটর পদে ফাহিম হোসেন, মুরসালিন ইসলাম মুন, কাউসার আহমেদ মিজান, জান্নাতি মুশফিকা লিয়া, ফাহিম ফয়সাল, প্রদর্শনী সম্পাদক পদে মো: ইউসুফ শেখ, মো: খালেদিন ইসলাম রুমন, মারিয়া সুলতান মিম, অনন্যা জাহান মিম, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে সামিয়া তানজুম, আসমাউল হুসনা সুরভী, ফটোগ্রাফি ও নির্দেশনা কো-অর্ডিনেটর হিসেবে সাদিয়া সুলতানা, সুপ্রিয় কর্মকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *